৩নং খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামে ১নং ওয়ার্ডে এই ঐতিহাসিক নাড়ী পুকুরটি আবস্থিত ।
১৩২৮খ্রিষ্টাব্দে জমিদার প্রথার সময় ‘‘অন্যদা কামত্ম লাহেরী’’ নামে একটি মহিলা জমিদার ছিল। এবং তাহার মাথায় কোন চুল ছিল না,বলে তার খনন কৃত পুকুরটির তারই নাম অনুসারে নাম করনণ করা হয় নাড়ি পুকুর। এর আয়তন ২ একর পুকুরটি সংল্গন পূর্বে দক্ষন পার্শে একটি নাড়ি পুকুর ঈদা মাঠ এবং উত্তর পশ্চিম পার্শে আরও একটি নাড়ির পুকুর জামে মসজিদ নির্মাণ হয়েছে। বর্তমানে পুকুরটির খনন কাজ চলছে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS